নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দর্শকেরা দেখেছেন অভিনেত্রী জুঁই সরকারকে। তবে এবার জি বাংলার ‘কুসুম’ ধারাবাহিকেও দেখা যেতে চলেছে জুঁইকে। শোনা যাচ্ছে এই ধারাবাহিকে সম্পূর্ণ ইতিবাচক চরিত্রে দেখা যাবে তাঁকে। 

 

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ জুঁই সরকার, নানান ধরনের চরিত্রে দর্শকদের অভিনেত্রী। ছোটপর্দার পাশাপাশি কাজ করেছেন বড়পর্দাতেও। সম্প্রতি, ‘শুভ বিবাহ’ ধারাবাহিকে জুঁইকে নেতিবাচক চরিত্রে দেখার পর এবার কুসুম ধারাবাহিকে দর্শকেরা অভিনেত্রীকে দেখতে চলেছেন সম্পূর্ণ ইতিবাচক চরিত্রে। জানা গিয়েছে, ‘ইন্দ্রানী’ অর্থাৎ অঞ্জনা বসু অভিনীত চরিত্রটির খুব কাছের একজন মানুষ হতে চলেছে জুঁই অভিনীত এই চরিত্র। এই বাড়ির সবকিছু সামলে রাখা, আগলে রাখার দায়িত্ব রয়েছেন তিনি, বাড়ির সকলে ভাল চায় এই চরিত্রটি। তবে একাধারে নেতিবাচক এবং ইতিবাচক চরিত্র পাওয়া বা করে যাওয়া সহজ কথা নয়। ‘অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট’ এর দু’টি ধারাবাহিক ‘শুভ বিবাহ’ এবং ‘কুসুম’-এ সম্পূর্ণ বিপরীত ধর্মী চরিত্র পেয়ে দারুন খুশি অভিনেত্রী জুঁই। 

 


তবে চরিত্র নিয়ে এখনই বিশেষ কিছু ভেঙে বলতে না চাইলেও জুঁই বললেন, “অ্যাক্রোপলিসের স্নিগ্ধাদি সব সময় আমাকেই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন বারবার নিজেকে ভাঙার। সেই কারণেই নেতিবাচক চরিত্র করার পর এরকম একটি ইতিবাচক চরিত্র পেলাম। মূলত নেতিবাচক চরিত্র যারা করেন তারা সেই ধরনের চরিত্রই পেয়ে থাকেন, আমার ক্ষেত্রে সেটা হয়নি এইজন্য আমি কৃতজ্ঞ।”

 

‘কুসুম’ ধারাবাহিকে দর্শকেরা দেখতে চলেছেন নতুন জুটিকে, জি বাংলায় বহুদিন পর ফিরলেন অভিনেত্রী অঞ্জনা বসু। তাই সব মিলিয়ে এই ধারাবাহিক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেকটাই।